ফুটপাতে ভাত-তরকারি বিক্রি করছেন মেহজাবীন


প্রকাশিত:
১২ নভেম্বর ২০১৮ ০৭:২৫

আপডেট:
৯ এপ্রিল ২০২৫ ২১:৩৮

ফুটপাতে ভাত-তরকারি বিক্রি করছেন মেহজাবীন

ফুটপাতে ভাত-তরকারি বিক্রি করছেন অভিনেত্রী মেহজাবীন। রাজধানীর তেজকুনি পাড়ায় রেল বাজারে এভাবেই তাকে দেখা যায়। ‘রাজা রানীর গল্প’ শিরোনামের একটি নাটকে এই চরিত্রেই অভিনয় করেছেন তিনি। নাটকটিতে তার সহশিল্পী তৌসিফ মাহবুব।

নাটকটি রচনা করেছেন পারভেজ ইমাম এবং পরিচালনায় আছেন রাফাত মজুমদার রিংকু।

নাটকটি নিয়ে মেহজাবীন জানান, এমনভাবে তাকে কেউ-ই কোনও নাটকে দেখেনি। একেবারে ভিন্ন চরিত্র। আর পরিবেশটাও ছিল আলাদা। ক্যামেরা-লাইট না দেখলে কারও সাধ্য ছিল না সাধারণ দোকানি থেকে তাকে আলাদা করার।

‘রাজা রানীর গল্প’-এ আরও অভিনয় করেছেন নিকুল কুমার মণ্ডল, শহিদুল্লাহ সবুজ, তিশা, প্রাণ সারোয়ার প্রমুখ।

শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

এসএ/


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top