বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে শেখ রেহানার গালে শেখ হাসিনার চুমু


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০১৮ ১১:১৯

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০১:২৯

বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে শেখ রেহানার গালে শেখ হাসিনার চুমু

ছোট ভাই-বোনের প্রতি বড় ভাই-বোনের একটি স্নেহ-মায়া, মমতা ও ভালোবাসা থাকে। যুগ যুগ ধরে এটি চলে আসছে। মানুষ আনন্দিত হয়ে সেই ভালোবাসা লালন করে। এর প্রতিফলনের কখনো কখনো ভিন্ন ধরনের হয়ে থাকে।



১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বেঁচে থাকে দুটি মেয়ে। শেখ হাসিনা ও শেখ রেহানা। আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। পাশে থেকে বোনকে সহযোগিতা করছেন ছোট বোন শেখ রেহানা।





 

প্রধানমন্ত্রী আজ ১৫ নভেম্বর রাজধানী ঢাকার বিজয় স্মরণীতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের পাশে নবনির্মিত তোষাখানা’র উদ্বোধন। সেখানে পিতার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছোট বোনের গালে একে দেন চুমুর চিহ্ন। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top