সিরিয়ায় আবার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৬
প্রকাশিত:
১ মে ২০১৮ ০০:০০
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৮:৫৭

সিরিয়ার উত্তরাঞ্চলেক্ষেপণাস্ত্র হামলায় সরকার সমর্থিত বাহিনীর ২৬ জন সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানায়, হামা ও আলেপ্পো প্রদেশে এই হামলা চালানো হয়।
কোনও নিহতের কথা জানায়নি সিরীয় সেনাবাহিনী। তবে যুক্তরাজ্য ভিত্তিক এক পর্যবেক্ষণ সংস্থা জানায় চারজন সিরীয় ও ২২ জন বিদেশি সেনা নিহত হয়েছেন। বিদেশিদের মধ্যে বেশিরভাগই ইরানি।
এই হামলা কারা চালিয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে এর আগে পশ্চিমা দেশ ও ইসরায়েল হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ তুলে তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সিরীয় সেনা সূত্র জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হামলা চালানো হয়। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হামা শহরের ৪৭তম ব্রিগেড সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
সূত্র: বিবিসি
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: