ভারতের পশ্চিমবঙ্গে সম্পূর্ণ লকডাউন : মধ্যরাতের পর যে সকল নিয়ম মানতে হবে


প্রকাশিত:
৬ আগস্ট ২০২০ ২৩:০৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৮:২৭

ফাইল ছবি

 

লকডাউন নিয়ে আবারও দিন পরিবর্তন হয়েছে কয়েকদিন আগে। পশ্চিমবঙ্গের নতুন নিয়মে সম্পূর্ণ লকডাউন বিধিতে অনেক বিষয় নতুন যুক্ত হয়েছে। পরিবর্তিত হয়েছে বেশ কয়েকটি দিনও । ৫ আগস্টের পর চলতি মাসে এরপর রয়েছে আরও বেশ কয়েকটি দিনের সম্পূর্ণ লকডাউন। তবে বিশেষ ক্ষেত্রেই এই লকডাউন সম্পন্ন হবে। তবে নদীয়া জেলায় তেহাট্ট, কৃষ্ণনগর সদরের কিছু অংশ, কল্যাণী, রানাঘাটে শিথিল থাকবে এই লকডাউন।

নবান্নের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আগস্ট মাসে মোট সাতদিন লকডাউন হবে। সেই সাতদিন হল- ৫, ৮, ২০, ২১, ২৭, ২৮ ও ৩১ অগাস্ট। ঈদুল আজহা থেকে শুরু করে রাখিবন্ধন এবং স্বাধীনতা দিবসকে প্রাধান্য দিয়ে এই লকডাউন পরিবর্তন করা হয়েছে।

সম্পূর্ণ লকডাউনের মধ্যে বিবাহ ও শ্রাদ্ধ বাসর সংক্রান্ত ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিত নিয়ম মেনে এই সমস্ত অনুষ্ঠানে করতে হবে। একথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

শুক্রবার মধ্যরাতের পর অনেক এলাকার বাজার বন্ধ থাকবে। এছাড়াও বেশ কিছু এলাকায় প্রয়োজন ছাড়া যেন গাড়ি না চলে তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। তবে দূরের যাত্রার ক্ষেত্রে প্রশাসন ছাড় দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Top