টিভি সাংবাদিককে গুলি করে হত্যা!
প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০১৮ ১৩:১৮
আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০৯:৫৮

পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে এক টিভি সাংবাদিককে গুলি করে হত্যা করছে বন্দুকধারীরা। এই হামলায় নিহত সাংবাদিকের সঙ্গে থাকা ক্যামেরাম্যান আহত হয়েছেন।
সোমবার (৩ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সাংবাদিকের নাম নুর-উল-হাসান। তিনি পাকিস্তানের একটি আঞ্চলিক টিভি স্টেশনে কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, সোমবার (৩ ডিসেম্বর) রাতে ওই সাংবাদিককে বহনকারী গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়ে বন্দুকধারীরা। এ সময় সাংবাদিক হাসান নিহত হন; তার সঙ্গে থাকা ক্যামেরাম্যান আহত হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেনি। তদন্ত চলছে। সূত্র: খালিজ টাইমস
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: