পশ্চিমবঙ্গে সব কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা


প্রকাশিত:
১ মে ২০২১ ২০:৪৩

আপডেট:
১ মে ২০২১ ২০:৪৪

 

প্রভাত ফেরী: শুক্রবার সন্ধ্যা থেকে পশ্চিমবঙ্গে সমস্ত রেস্তোরাঁ, বার, শপিং মল, সিনেমা হল, সুইমিং পুল, ইত্যাদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত বাজার-হাট দিনে শুধুমাত্র ৫ ঘণ্টা খোলা থাকবে।

সকাল ৭টা থেকে ১০টা, আবার বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছিলেন, এই রাজ্যে যে হারে কোভিড সংক্রমণ ছড়াতে শুরু করেছে, তাতে সংক্রমণের শৃঙ্খল ভাঙা জরুরি। সেই কারণে অনেকেরই ধারণা ছিল যে ২৯শে এপ্রিল ভোট পর্ব মিটতেই রাজ্যে অন্তত আংশিক লকডাউন শুরু হতে পারে। সেটাই হলো।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top