টানা চতুর্থবার সিরিয়ায় বাশার আল আসাদ নির্বাচিত
প্রকাশিত:
২৮ মে ২০২১ ২১:৪৯
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ১২:৩৪

প্রভাত ফেরী: একপেশে নির্বাচনে ৯৫.১ শতাংশ ভোট পেয়েছেন বাশার আল আসাদ। এতে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে আসাদ পরিবারের শাসন আরও পোক্ত হলো। তবে বিরোধীরা এবং পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে প্রতারণাপূর্ণ বলে মন্তব্য করেছে। খবর খালিজ টাইমসের।
আসাদ সরকার জানিয়েছে, দশক পুরনো দ্বন্দ্বের মধ্যে সিরিয়া যে ভালোভাবেই চলছে এই নির্বাচনই তার প্রমাণ। এই সহিংসতায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছে ১১ মিলিয়ন মানুষ। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।
পার্লামেন্টের প্রধান হামমৌদা সাববাগ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে প্রায় ৭৮ শতাংশ ভোট পড়েছে। আন্তর্জাতিক নজরদারির মধ্যে এই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছিল জাতিসংঘ।
এই জয়ের ফলে আরও সাত বছর ক্ষমতায় থাকবেন আসাদ। এই জয়ের মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের শাসন ক্ষমতা ছয় দশক ধরে স্থায়ী হলো। তার বাবা হাফিজ আল আসাদ ২০০০ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত ৩০ বছর সিরিয়া শাসন করেছেন।
এদিকে আসাদের দুই প্রতিদ্বন্দ্বী সাবেক ডেপুটি ক্যাবিনেট মিনিস্টার আব্দাল্লাহ সালোম আব্দাল্লাহ ১.৫ শতাংশ ভোট পেয়েছেন। আর বিরোধী দলীয় নেতা মাহমুদ আহমেদ মারেই পেয়েছেন ৩.৩ শতাংশ ভোট।
আপনার মূল্যবান মতামত দিন: