পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম এখন থেকে ‘মমতাময়ী নগর’
প্রকাশিত:
১২ অক্টোবর ২০২১ ১৭:৩১
আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ১৭:৩৪

প্রভাত ফেরী: যেখানে দীর্ঘ ২০ বছর ধরে ছিল না কোনো বিদ্যুৎ। এ নিয়ে চরম ক্ষোভ ছিল গ্রামবাসীর। কিন্তু এবার মমতা ব্যানার্জীর হাত ধরে সেখানে এলো বিদ্যুৎ। আর এতেই খুশি গ্রামবাসী। তাই গ্রামের নাম বদলে রাখা হলো ‘মমতাময়ী নগর’। তাই ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামের নাম এখন থেকে ‘মমতাময়ী নগর’। তবে এই নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম না। এটা আলিপুরদুয়ার জেলার নন্দীগ্রাম।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের শামুকতলা থানার অন্তর্গত সান্তালপুরের নন্দীগ্রামের নতুন নাম উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের নেতারা। সেখানে এ নামের একটি সাইনবোর্ডও টানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের মানুষ বলেন, আমাদের এতদিনের স্বপ্ন সফল হয়েছে। তাই আমরা গ্রামের মানুষ নন্দীগ্রামের নাম মুছে দিদির নামে আমাদের গ্রামের নাম উৎসর্গ করেছি।
এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শিবানী দেবনাথ বলেন, দীর্ঘদিন মামলা চলার পর প্রথম গ্রামটিতে বিদ্যুৎ পৌঁছায়। ফলে স্থানীয়রাই গ্রামের নাম মমতাময়ী নগর রাখতে চান। কারণ এ গ্রামে বিদ্যুতের জন্য দীর্ঘ আন্দোলন করেছেন মমতা।
স্থানীয় বাসিন্দারা জানান, নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্বে মমতা ছিলেন বলেই তার নামে এই গ্রামের নাম রাখতে চাই আমরা।
এদিকে সম্প্রতি দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হয়েছেন মমতা। এ আসনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে হারান তিনি। এতে মমতার মুখ্যমন্ত্রীর পদ সুরক্ষিত হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন
বিষয়: পশ্চিমবঙ্গ সংবাদ
আপনার মূল্যবান মতামত দিন: