১১ মার্চ মুর্শিদাবাদে হেরিটেজ ফেস্টিভ্যাল শুরু
প্রকাশিত:
১১ মার্চ ২০২২ ০২:৪৮
আপডেট:
১১ এপ্রিল ২০২৫ ১৭:২৫

প্রভাত ফেরী: ভারতের নবাবি শহর মুর্শিদাবাদে ‘মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল-২২’ শুরু হচ্ছে আগামী ১১ মার্চ। মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি, রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দপ্তরের যৌথ উদ্যোগে আগামী ১১ থেকে ১৩ মার্চ এ উৎসব অনুষ্ঠিত হবে।
বিশ্বের দরবারে মুর্শিদাবাদের স্থাপত্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরতে কয়েক বছর ধরে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এতে যোগ দিতে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন ছুটে আসেন।
এ বছরও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্টজনরা আসবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবারের উৎসবের দিনগুলোকে সাজানো হয়েছে। ভিনদেশীদের মুর্শিবাদের বিভিন্ন হেরিটেজ ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
বিশ্বের পর্যটন মানচিত্র এবং বিশ্ববাসীর কাছে মুর্শিদাবাদকে তুলে ধরাই এ উৎসবের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।
বিষয়: পশ্চিমবঙ্গ সংবাদ
আপনার মূল্যবান মতামত দিন: