ভারতে ১০টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২২ ২১:৩১

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:৫৩

 

দেশবিরোধী ভুয়া খবর ছড়ানোর অভিযোগে ১০টি ভারতীয় ও ৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই অভিযোগে গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সর্বমোট ৯৪টি ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত সরকার।

সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এসব ইউটিউব চ্যানেলের মাধ্যমে জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং দেশের আইনশৃঙ্খলা সম্পর্কিত ভুল তথ্য ছড়ানো হচ্ছিল। সে কারণে এই চ্যানেলগুলোকে ব্লক করা হয়েছে। ২০২১ সালের সংশোধিত তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এই পদক্ষেপ নেয়া হয়েছে। চ্যানেলগুলোর প্রায় ৬৮ কোটি ভিউয়ার ছিল।


উল্লেখ্য, গত ৫ এপ্রিল চারটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলসহ দেশটির ২২টি চ্যানেল ব্লক করে ভারত সরকার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top