ফের কোভিড সংক্রমণ বাড়লো ভারতের পশ্চিমবঙ্গে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২!
প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২২ ০০:৫২
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:৫৯
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন ৫২ জন। বুধবার রাজ্যে স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, এ নিয়ে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ২০,১৮১১৯-এ। গত মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩০ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯,৯৬,৬৩০ জন। এখন পশ্চিমবঙ্গে করোনার সুস্থতার হার ৯৮.৯৪ শতাংশ।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এখনও ২১,২০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় মৃত্যু হার ১.০৫ শতাংশ। বুধবার রাজ্যে করোনা নমুনা পরীক্ষা হয়েছে ৯,৮৬১টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা হয়েছে ২৫,০১৯,৩৯৮টি। করোনা সক্রিয়তার হার ০.৫৩ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে রয়েছেন ২৭১ জন। সেফ হাউসে কোনও রোগী নেই। হাসপাতালে চিকিৎসাধীন ১৭ জন করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা টিকাকরণ হয়েছে ১,০২,৫৮২টি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: