পশ্চিমবঙ্গে কমেছে দৈনিক আক্রান্ত, তবে বৃদ্ধি হয়েছে সংক্রমণ


প্রকাশিত:
৩১ মে ২০২২ ১৯:৫৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:৫৬

 

সোমবার পশ্চিমবঙ্গের রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ জন।


সোমবার আবার কমেছে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণও পঞ্চাশের নিচেই রয়েছে। তবে বেড়েছে রাজ্যে দৈনিক সংক্রমণের হার। অন্য দিকে, সোমবার কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি।


সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ৩৫৬ জন।

এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ২১ হাজার ২০৪ জন। সোমবার রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ৫৬৭ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ০.৪৯ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৩৩৬।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top