যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন
প্রকাশিত:
৪ জুন ২০২২ ০৩:৪৬
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২৩:৪৭

যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের ব্যবধানে পরপর কয়েকটি বন্দুক হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে বাইডেন প্রশাসন। বন্দুক হামলার ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যথেষ্ট’, ‘যথেষ্ট’ হয়েছে।
বন্দুক হামলা নিয়ন্ত্রণে অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করা, বন্দুক কিনতে দেওয়ার আগে অতীত ইতিহাস খতিয়ে দেখা এবং বন্দুক কেনার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন জো বাইডেন।
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে সরাসরি সম্প্রচারিত এক বক্তৃতায় বাইডেন প্রশ্ন রাখেন, আমেরিকায় বন্দুক আইন পরিবর্তন করতে আর কত প্রাণ দিতে হবে? আমরা আর কত হত্যাকাণ্ড মেনে নিতে রাজি আছি? তিনি বলেন, আমরা আবার আমেরিকান জনগণকে ব্যর্থ করতে পারি না!
এ ছাড়া অ্যাসল্ট অস্ত্র নিষিদ্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করে বাইডেন কংগ্রেসকে বন্দুক ক্রেতার অতীত ইতিহাস খতিয়ে দেখার আওতা সম্প্রসারণ, নিরাপত্তার সঙ্গে অস্ত্র মজুদের জন্য নতুন আইন প্রণয়ন এবং বন্দুক ক্রেতার বয়স বাড়িয়ে ২২ করার আহ্বান জানান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: