বাস্তুচ্যূত রোহিঙ্গাদের জন্য ফ্ল্যাট বরাদ্দ করা হবে দিল্লিতে


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২২ ০০:০৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৭:৫৬

 

মিয়ানমার থেকে বাস্তুচ্যূত রোহিঙ্গাদের দিল্লিতে ফ্ল্যাট বরাদ্দ করা হবে এবং পুলিশি সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদিপ সিং পুরি। বুধবার (১৭ আগস্ট) তিনি এ কথা জানান।

এক টুইট বার্তায় পুরি বলেন, ভারত সবসময় শরণার্থীদের স্বাগত জানিয়েছে। ভারতে জাতিসংঘের জাতিসংঘ শরণার্থী কনভেনশন ১৯৫১কে সম্মান করে এবং অনুসরণ করে। দেশটি জাতি, ধর্ম বা ধর্ম নির্বিশেষে সকলকে আশ্রয় দেয়। এ সময় রোহিঙ্গাদের পুলিশি নিরাপত্তা দেওয়ার কথাও জানান হরদিপ সিং পুরি। তবে এ নিয়ে বিস্তারিত জানাননি তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভারতে আনুমানিক ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে। ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর তারা ভারত ও বাংলাদেশে প্রবেশ করেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top