যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২২ ০১:৩১

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৭:৪৪

 

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস। মঙ্গলবার দুপুরে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে অবস্থানরত রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে বিধি অনুযায়ী নিয়োগ দিয়েছেন।

বিদায়ি প্রধানমন্ত্রী বরিস জনসন এর আগে পৃথক বিমানে প্রায় একই সময়ে স্কটল্যান্ডে গিয়ে রানির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। নিরাপত্তার কারণে তারা পৃথকভাবে স্কটল্যান্ড যান বলে জানানো হয়েছে।

এই প্রথম যুক্তরাজ্যের রানি লন্ডনের বাইরে থাকা অবস্থায় প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন। ৯০ বছরের বেশি বয়সী রানির চলাফেরা এখন সমস্যাপূর্ণ। প্রধানমন্ত্রী নিয়োগ অনুষ্ঠানে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া এড়াতেই বিষয়টি স্কটল্যান্ডেই সারার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

মঙ্গলবারই স্থানীয় সময় বিকেলে লিজ ট্রাস লন্ডনে দশ নাম্বার ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। একই সঙ্গে তিনি মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ঘোষণা শুরু করবেন বলে মনে করা হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top