কংগ্রেস থেকে সরিয়ে নেওয়া হলো চীনের সাবেক রাষ্ট্রপতিকে
প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২২ ০০:৩১
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৩:৩৮

চীনের সাবেক রাষ্ট্রপতি হু জিনতাওকে শনিবার দেশটির কমিউনিস্ট পার্টির কংগ্রেসের সমাপনী অনুষ্ঠান থেকে অপ্রত্যাশিতভাবে সরিয়ে নেওয়া হয়েছে।
গণমাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায়, শনিবার ওই অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিংয়ের পাশে বসে ছিলেন ৭৯ বছর বয়সী জিনতাও। হঠাৎ একজন লোক এসে তার সাথে কথা বলেন। এর কিছুক্ষণের মধ্যেই অন্য এক ব্যক্তি আসেন এবং জিনতাও উঠে দাঁড়ান।
তারা দুজন পাহারা দিয়ে তাকে সরিয়ে নিয়ে যায়। তাদের একজন জিনতাওয়ের ডান হাত ধরে টানছিলেন।
এ ঘটনার ঠিক আগে চীনের শীর্ষ নেতৃত্ব দলের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি ঝানশুর সঙ্গে কথা বলছিলেন জিনতাও। বর্তমান রাষ্ট্রপতি জিনপিংয়ের আগে চীনের রাষ্ট্রপতি ছিলেন জিনতাও।
প্রসঙ্গত, প্রতি পাঁচ বছর পর পর চীনের বেইজিংয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সূত্র : এনবিসি নিউজ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: