হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৩ ০১:২১
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:৪১

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী গতকাল বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়, এরপর তা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সোনিয়া গান্ধীকে গতকাল গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী সোনিয়ার অবস্থা স্থিতিশীল।
এদিকে, মায়ের অসুস্থতার খবর পেয়ে ভারত জোড়ো যাত্রা থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গত মঙ্গলবার রাতে দিল্লি ফিরে আসেন। তবে গতকাল সকালে রাহুল আবার যাত্রায় যোগ দেন।
প্রিয়াঙ্কাও শিগগিরই যাত্রায় যোগ দেবেন বলের দলীয় সূত্রের পক্ষ থেকে বলা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা উত্তর প্রদেশের ভারপ্রাপ্ত নেত্রী।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: