বৃদ্ধদের থেকে দূরে থাকতে বলছে চীন


প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৩ ০৪:২৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:২৯

 

চীনে আবার ছড়িয়ে পড়েছে করোনা। প্রবল শক্তিধারী এ চতুর্থ ঢেউকে বশে আনতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।

পরিস্থিতি মোকাবিলায় একের পর এক পদক্ষেপ নিচ্ছে বেইজিং। বৃহস্পতিবার নতুন করে বলা হয়েছে, বয়স্ক ব্যক্তিরা, যারা এখনো আক্রান্ত হননি-তাদের কাছ থেকে দূরে থাকুন। চীনের মহামারি দূরীকরণ দলের স্টেট কাউন্সিলের এক মেম্বার এই ঘোষণা দিয়েছেন। খবর গার্ডিয়ানের।

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, বেইজিং এবং সাংহাইসহ আরও কিছু বড় শহরের করোনা সংক্রমণ সবচেয়ে উচ্চ সপ্তাহ পার করেছে। শহরগুলোর ক্ষেত্রে মোটামুটি পরিসংখ্যান থাকলেও গ্রামগুলোর অবস্থা খুবই অস্পষ্ট বলে মন্তব্য করেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ও বয়স্ক বিশেষঙ্গ বিষয়ক এক প্রফেসর। কর্তৃপক্ষ বলছে, গ্রামগুলোতে সংক্রমণ এখন চূড়ান্ত অবস্থায় রয়েছে। অথচ পর্যাপ্ত ওষুধ ও অক্সিজেন সেখানে নেই সিডনির নিউ সাউথ ইয়েলস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জেমস উড বলেছেন, চীনে ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। শহরগুলোতে গত চার সপ্তাহে প্রায় দুই মিলিয়নেরও বেশি আক্রান্ত হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top