ইউরোপের দেশগুলোকে ধন্যবাদ দিলেন জেলেনস্কি


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৩ ০৩:৫০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:২৬

 

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নাম করে যে ভয়াবহ যুদ্ধ শুরু করেছে রাশিয়া, তাতে অধিকাংশ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রাণ হারাচ্ছেন হাজার হাজার বেসামরিক মানুষ। মস্কোর ক্রমবর্ধমান হামলা ঠেকাতে কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপের ৯ দেশ, যা জেলেনস্কির বাহিনীর জন্য স্বস্তিদায়ক খবর। এমন সহযোগিতার প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে দেশগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাতের ভাষণে জেলেনস্কি বলেন, আমি সেসব দেশের প্রতি সত্যিই কৃতজ্ঞ, যারা আমাদের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিরক্ষা মজবুত করতে বেশ কিছু সাহসী এবং দারুণ সিদ্ধান্ত নিয়েছে আমাদের মিত্ররা।


ইউরোপের ৯ দেশের সামরিক সহায়তার ঘোষণায় ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছে ব্রিটেন ও এস্তোনিয়া। তালিনে ব্রিটেনের সঙ্গে বৈঠকের পরই এ বিবৃতিতে দেওয়া হয়।

এ প্রসঙ্গে জেলেনস্কি ভার্চুয়ালি ভাষণে বলেন, আমি এস্তোনিয়ার কাছে কৃতজ্ঞ এই কারণে যে সামরিক সহায়তার আরও একটি বড় প্যাকেজ ঘোষণা করেছে তারা। বিশেষ করে হাউইটজার ও গোলাবারুদের জন্য।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top