১৮৫ যাত্রী নিয়ে উড্ডয়ন করা ভারতীয় বিমানে আগুন, জরুরি অবতরণ


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:০৮

 

আচমকা আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার একটি বিমানে। শুক্রবারে আবুধাবি থেকে কালীকটগামী বিমান ওড়ার পর আগুন ধরে যায়। বিমানটিতে ১৮৪ যাত্রী ছিল।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানের একটি ইঞ্জিনের আগুন ধরে গেছিল। তার পরেই বিমানের বাকি অংশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। দ্রুত বিমানের জরুরি অবতরণ করা হয়। সব যাত্রী সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

আবুধাবির বিমানবন্দরেই জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বি৭৩৭-৮০০ বিমানটি। ডিজিসিএর তরফেও এ ঘটনা নিয়ে বিবৃতি দেওয়া হয়।

বিমান সংস্থা থেকে বলা হয়, আগুন ধরে গেছে আবুধাবি-কালীকটগামী এয়ার ইন্ডিয়ার বিমানে। টেক অব করে এক হাজার মিটার উচ্চতায় ওঠার পরেই ১ নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে বিমানের জরুরি অবতরণ করা হয়েছে।

যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলেই জানিয়েছে ডিজিসিএ। তারা জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই আচমকা বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। প্রশ্ন উঠছে— আকাশে ওড়ার আগে কি সঠিকভাবে বিমানের যন্ত্রাংশ পরীক্ষা করা হয়েছিল?

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই প্রস্রাব বিতর্কের কারণে মুখ পুড়েছে এয়ার ইন্ডিয়ার। শুক্রবার আগুন লাগার ঘটনায় আরও বিপাকে পড়বে বিমান সংস্থাটি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top