পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানালেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৩৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:২৮

 

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।

ফুলে ফুলে চারদিক আলোকিত, সুরভিত করেই এলো ঋতুরাজ বসন্ত। গাছে গাছে নতুন পাতা। শিমুল-পলাশের ডালে যেন লেগেছে আগুন। ইট কাচ ইস্পাতের নগরীতে পর্যন্ত কানে মধু ঢালছে কোকিলের কুহু তান। এই বসন্তের মাতাল সমীরণ মনে দেয় দোলা। প্রিয়জনের সান্নিধ্য পেতে ব্যাকুল হয় প্রাণ।

ক্যালেন্ডারের হিসাবে আজ মঙ্গলবারই বসন্তের প্রথম দিন, পহেলা ফাল্গুন। পশ্চিমা রীতির ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসও আজ। প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় এ দিনটি। বাংলার বর্ণিল বসন্ত আর ভিনদেশি আত্মত্যাগী সাধু ভ্যালেন্টাইনের প্রেমের রং মেখে প্রীতি আর ভালোবাসা বিনিময়ে মাতবে সবাই!


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top