নতুন পরীক্ষামূলক উপগ্রহ স্থাপনের জন্য রকেট উৎক্ষেপণ করছে চীন
প্রকাশিত:
২১ জুন ২০২৩ ২২:২৯
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০১:৪৩

চীন মহাকাশে একটি নতুন পরীক্ষামূলক উপগ্রহ স্থাপনের জন্য মঙ্গলবার লং মার্চ-৬ বহনকারী রকেট উৎক্ষেপণ করেছে।
শিয়ান-২৫ পরীক্ষামূলক উপগ্রহ বহনকারী রকেটটি উত্তরাঞ্চলীয় শানজির প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট সেন্টার থেকে সকাল বেইজিং সময় ১১টা ১৮ মিনিটে যাত্রা করে। স্যাটেলাইটটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
স্যাটেলাইটটি মূলত নতুন পৃথিবী-পর্যবেক্ষণ প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষা চালাতে ব্যবহার করা হবে। এটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৪৭৭তম ফ্লাইট মিশন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: