ভারতে বাসে আগুন লেগে ২৫ জনের প্রাণহানি
প্রকাশিত:
১ জুলাই ২০২৩ ২০:৪৭
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০১:৫১

ভারতের মহারাষ্ট্রে বাসে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। শুক্রবার (৩০ জুন) রাত দুইটার দিকে সামরুদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটি বিয়েবাড়ির যাত্রীদের নিয়ে ফিরছিল।
সংবাদ সংস্থা এএনআই'র বরাতে কর্তৃপক্ষ জানায়, বাসটি পুনে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এতে ৩৩ জন আরোহী ছিলেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খুঁটিতে ধাক্কা দেওয়ার পর সেটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া বাসটির চালক বলেন, বাসের চাকার টায়ার ফেটে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারায়, এরপর সেটি পাশের একটি খুঁটিতে ধাক্কা দেয়।
বুলধানা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সুনীল কাদাসানে বলেন, দুর্ঘটনায় ২৫ জন পুড়ে মারা গেছেন। চালকসহ আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, এনিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লাশগুলো শনাক্ত করা এবং পরিবারের কাছে হস্তান্তর।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি হতাহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
এছাড়া এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: