পাঁচ দেশে ছড়াচ্ছে করোনার নতুন ধরন
প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৩ ২৩:০৮
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২৩:০৩

পাঁচ দেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আক্রান্ত দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও কানাডা। ইজি.৫ নামের নতুন এই ধরনের নাম দেওয়া হয়েছে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’। খবর ডয়েচে ভেলের।
ওই দেশগুলো ছাড়া আরও কিছু দেশে এই ভ্যারিয়েন্ট এসে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস।
তবে ডব্লিউএইচও জানিয়েছে, এ পর্যন্ত পাওয়া তথ্যের আলোকে ধারণা করা যায়, ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ সারা বিশ্বে মহাতঙ্ক ছড়ানো কোভিড-১৯- এর মতো বিপজ্জনক নয়, জনস্বাস্থ্যে বড় ধরনের হুমকি হয়ে ওঠার আশঙ্কাও অনেক কম।
বুধবার (১০ জুলাই) ডব্লিউএইচওর মহাপরিচালক জানান, অনেক দেশই এখন ডব্লিউএইচকে করোনাসংক্রান্ত তথ্য দিচ্ছে না। এ কারণে সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত হওয়ার তথ্য কম পাওয়া যাচ্ছে। করোনাসংক্রান্ত জটিলতা যাদের শরীরে দেখা গেছে, তাদের মধ্যে ১১ শতাংশ মানুষ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিতে বাধ্য হয়েছে।
বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, নতুন রূপে আসা এই করোনা যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় বেশ দ্রুত ছড়াচ্ছে। করোনা পরীক্ষা করা ১৭ শতাংশ মানুষের দেহে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: