দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ড : মৃতের সংখ্যা বেড়ে ৭৩
প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৩ ২২:২০
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২৩:০২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে শহর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতের সংখ্যা ৫২। জরুরি সেবা সংস্থাগুলো ভবনটির ভেতরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার ভোরে জোহানেসবার্গ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মার্শালটাউন নামে পরিচিত একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। এটি আফ্রিকার সবচেয়ে ধনী শহরটির একটি অন্যতম বড় ব্যবসাকেন্দ্র ছিল এটি।
দেশটিতে বর্ণবাদের অবসানের পর অনেকটাই বেকায়দায় পড়ে এলাকাটি। পরে বড় বড় কোম্পানিগুলো এখান থেকে তাদের ব্যবসা অন্য স্থানে সরিয়ে নেয়। বর্তমানে এলাকাটি হাজারো মানুষের আবাসস্থল হয়ে উঠেছে। এখানে আশ্রয় নিয়েছে বিভিন্ন দেশ থেকে আশা উদ্বাস্তুরা এবং আফ্রিকান মহাদেশের অন্যান্য স্থান থেকে আসা শরণার্থীরাও।
অনেকেই ভালো কর্মসংস্থানের জন্য জোহানেসবার্গে আসেন। কিন্তু যাদের তেমন সামর্থ নেই অনেক ক্ষেত্রে তাদের অবস্থান নিতে হয় অস্থায়ী বসতি বা সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা ভবনগুলোতে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: