আবু ধাবিতে তৈরি প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন মোদি


প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৩ ১৪:১৮

আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ০৫:৪৮

 

আবু ধাবিতে তৈরি হয়েছে প্রথম হিন্দু মন্দির। সংযুক্ত আরব আমিরাতের ওই মন্দিরের শিলান্যাস করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই মন্দিরের উদ্বোধনও করবেন তিনিই। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি মোদির হাতেই উদ্বোধন হবে মন্দিরটির। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী আবু ধাবি যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন মোদি।


বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার উদ্যোগে হিন্দু মন্দিরটি নির্মাণ করা হয়েছে। সংস্থার প্রতিনিধি স্বামী ঈশ্বরচরণদাস এবং স্বামী ব্রহ্মাভিহরিদাস দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন। মোদির সাথে তাদের কিছুক্ষণ আলোচনা হয়। পরে সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তারা মন্দির উদ্বোধনের জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছে। ওই আমন্ত্রণ আনন্দের সাথে গ্রহণও করেছেন প্রধানমন্ত্রী।

ওই বৈঠকে আবু ধাবিতে এই ধরনের হিন্দু মন্দিরের গুরুত্ব, তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। ভারতীয় সংস্কৃতি সম্পর্কে মোদীর ভাবনা, দর্শনও চর্চিত হয়েছে ওই বৈঠকে। এর ফলে সংযুক্ত আরব আমিরাত এবং পশ্চিম এশিয়ার অন্য দেশগুলোর সাথে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কও আরো উন্নত হবে বলে দাবি স্বামীনারায়ণ সংস্থার। তাদের তৈরি মন্দিরটি সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বড় হিন্দু মন্দির। ওই দেশে এত বড় হিন্দু মন্দির আগে ছিল না।

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজা অর্থাৎ বসন্ত পঞ্চমী। ওই পবিত্র দিনটিকেই বেছে নেয়া হয়েছে উদ্বোধনের জন্য। সকালে হবে মূর্তি প্রতিষ্ঠা। এর পর সন্ধ্যায় হবে একটি বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন মোদি।


উল্লেখ্য, ২০১৮ সালে এই মন্দিরের শিলান্যাসও হয়েছিল প্রধানমন্ত্রীর হাতেই। তাকে মালা ও গেরুয়া শাল পরানো হয়েছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশ্বিনীকুমার চৌবে-সহ ইন্ডিয়া পিপলস ফোরাম দুবাইয়ের প্রতিনিধিরাও। ২০২০ সালে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। মোট ৫৫ হাজার বর্গমিটার জমিতে তৈরি হয়েছে মন্দিরটি।

মন্দিরটির বিশেষত্ব হলো তা আবু ধাবিতে নির্মিত গঙ্গা, যমুনা ও সরবস্বতীর কাল্পনিক সঙ্গমস্থলে নির্মিত। এটিই সংযুক্ত আরব আমিরাতের প্রথম হিন্দু মন্দির। ১৮ ফেব্রুয়ারি থেকে তা সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top