বিয়ে করলেন জেসিন্ডা আরডার্ন
প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৪ ১৪:৩০
আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ০৭:০০

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন তাঁর দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করেছেন। গতকাল শনিবার দেশের দুই বড় দ্বীপের একটি নর্থ আইল্যান্ডে ঘরোয়া অনুষ্ঠানে অল্প কিছু অতিথির উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
অবশ্য আরো অনেক আগেই গাঁটছড়া বাঁধার কথা ছিল জেসিন্ডা ও গেফোর্ডের। দীর্ঘ সময়ের সম্পর্কের পর ২০১৯ সালের মে মাসে বাগদান হয় তাঁদের।
২০২২ সালের শুরুর দিকে বিয়ের কথা থাকলেও করোনাভাইরাস মহামারি এতে বাদ সাধে। বাধ্য হয়ে বিয়ে পিছিয়ে দেন নিউজিল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ২০১৭ থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ সময় সন্তানও জন্ম দিয়েছেন।
তবে প্রথমদিকের বিপুল জনপ্রিয়তা দেশ শাসনের শেষ দিকে অনেকটাই হারিয়ে ফেলেছিলেন এই নেত্রী।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: