সুইস আল্পস পর্বতমালায় ৫ মরদেহ


প্রকাশিত:
১১ মার্চ ২০২৪ ১৬:২৮

আপডেট:
৯ এপ্রিল ২০২৫ ২১:২৮


সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় সুইস বিমানবাহিনীর হেলিকপ্টার দেখা যাচ্ছে। ছবিটি ২০২২ সালের ১৪ এপ্রিল তোলা।
সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় পাঁচজন ক্রস-কান্ট্রি স্কিয়ারের মরদেহ পাওয়ার কথা সোমবার জানিয়েছে পুলিশ। প্রায় তিন হাজার ৭০৬ মিটার উচ্চতার টেট ব্লনশ পর্বতের কাছে এসব মরদেহ পাওয়া যায়। ষষ্ঠ ব্যক্তির খোঁজ চলছে।

আল্পস পর্বতমালা এলাকায় পর্যটনের জন্য বিখ্যাত সুইজারল্যান্ডের স্যার্মাট শহর থেকে রবিবার ছয় ব্যক্তি স্কি টুরে বেরিয়েছিলেন।


পরে তাঁদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলে তল্লাশি শুরু করে সুইজারল্যান্ডের ভালে ক্যান্টনের পুলিশ।
খারাপ আবহাওয়া ও তুষারধসের ঝুঁকির কারণে তল্লাশি চালানো কঠিন হলেও পাঁচজনের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ। স্কিয়ারদের বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে বলে জানিয়েছে তারা।

আল্পস পর্বতমালার অন্যতম উঁচু পর্বতের নাম মাটাহর্ন।


চূড়ার উচ্চতা চার হাজার ৪৭৮ মিটার। সুইজারল্যান্ড ও ইতালি সীমান্তের মধ্যে অবস্থিত মাটাহর্ন দেখতে অনেকটা পিরামিডের মতো। এটি দেখতে প্রতিবছর অনেক পর্যটক সুইজারল্যান্ডের স্যার্মাট শহরে ভিড় জমান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top