ইউক্রেনের ৫৩টি ড্রোন ভূপাতিত : রাশিয়া


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৪ ১৭:৫৬

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১২:২০

 

রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের ৫৩টি ড্রোন ভূপাতিত করেছে। যার বেশিভাগই দক্ষিণ রোস্তভ অঞ্চলকে টার্গেট করে পাঠানো। যেখানে মস্কোর ইউক্রেন যুদ্ধের সদর দফতর অবস্থিত।

শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত কিয়েভ সরকার ড্রোন দিয়ে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল যা নস্যাৎ করা হয়েছে।


এতে বলা হয়েছে, ৪৪টি ড্রোন দক্ষিণ রোস্তভ অঞ্চলে এবং বাকিগুলো অন্যত্র ভূপাতিত বা আটকানো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন অভিযানের সামরিক সদর দফতর রোস্তভ অঞ্চলের প্রধান শহর রোস্তভ-অন-ডনে অবস্থিত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top