হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৪ ১৩:০০
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ০৮:৪৮

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ ৯ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লা কেনিয়ার সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা ছিলেন।
হেলিকপ্টারে ওগোল্লার সঙ্গে সামরিক বাহিনীর মোট ১১ কর্মকর্তা ছিলেন।
বেঁচে ফিরেছেন মাত্র দুজন। বিমানবাহিনীর কমান্ডার এবং প্রতিরক্ষা বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পর গত বছরের এপ্রিলে জেনারেল ওগোল্লাকে সামরিক বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট রুটো। ওগোল্লা ১৯৮৪ সালে কেনিয়া প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেছিলেন।
এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, দেশের জন্য এটি গভীর শোকের এক মুহূর্ত।
রুটো বলেন, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে সেখানে তদন্তদল পাঠিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। সামরিক প্রধানকে বহনকারী হেলিকপ্টারটি রাজধানী নাইরোবির ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এলজিও মারাকওয়েট কাউন্টিতে বিধ্বস্ত হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: