যেভাবে গুলিবিদ্ধ হলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী
প্রকাশিত:
১৭ মে ২০২৪ ১২:২৬
আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১৪:০০
একটি সরকারি বৈঠকের পর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গুলিবিদ্ধ হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৫ মে) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিকেলে একটি সরকারি বৈঠকের অংশগ্রহণের পর বেরিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে এক বন্দুকধারী।
তখনই ফিকোকে হেলিকপ্টারে করে বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
রবার্ট ফিকোর ফেসবুক পেজে একটি আপডেট পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, স্লোভাক প্রধানমন্ত্রীকে "একাধিকবার গুলি করা হয়েছে এবং বর্তমানে তিনি জীবন-মরণ অবস্থায় রয়েছেন।
তাকে হেলিকপ্টারে করে নিকটবর্তী শহর বানস্কা বাইস্ট্রিকাতে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে, রবার্ট ফিকোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধানরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘তিনি ’মর্মাহত’’। তিনি এক্স-এ লিখেছেন ‘এই ভয়ঙ্কর খবরটি শুনে হতবাক।
আমাদের সমস্ত চিন্তা প্রধানমন্ত্রী ফিকো এবং তার পরিবারের সাথে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: