মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ক্লাউদিয়া শিনবাউম
প্রকাশিত:
৩ জুন ২০২৪ ১৬:৪২
আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১৩:২৬

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হয়েছেন ক্লাউদিয়া শিনবাউম। নির্বাচন কমিশনের (আইএনই) গণনা অনুযায়ী ৬০ শতাংশ ভোট নিয়ে তিনি সবার উপরে অবস্থান করছেন। রোববার (২ জুন) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে বেসরকারিভাবে তিনি বিজয়ী হন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রার্থী শিনবাউম প্রচারণার শুরু থেকে নির্বাচন পর্যন্ত স্বচ্ছ নেতৃত্ব বজায় রাখেন। তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা করা হচ্ছিল। তার এই জয় মেক্সিকানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সূত্রটি আরো জানিয়েছে, ক্লাউদিয়া কেবল মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্টই নন। তিনি মেক্সিকোতে ইহুদি ঐতিহ্যের ধারকও বটে।
শিনবাউম একজন মেক্সিকান রাজনীতিবিদ, বিজ্ঞানী ও শিক্ষাবিদ। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। এ সময় তিনি অপরাধ দমন ও জমি সংক্রান্ত আইনের প্রচারণার জন্য জনগণের কাছে পরিচিত মুখ হয়ে উঠেন। ২০১৮ সালে বিবিসির প্রভাবশালী ১০০ নারীদের তালিকায় জায়গা করে নেন।
জয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শিনবাউম বলেন, তার রাজনৈতিক পরামর্শদাতা ও বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের কর্মকাণ্ডকে সফল করতে চান তিনি। তিনি রাষ্ট্র পরিচালিত তেল সংস্থাগুলোর প্রতি তার সমর্থন বজায় রাখার পাশাপাশি নারীবাদী সংস্থাগুলোর নীতি প্রণয়ন করবেন। যেন নারীরা কোনো ধরনের সহিংসতার মুখোমুখি না হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: