হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আদভানি


প্রকাশিত:
২৭ জুন ২০২৪ ১৩:২৯

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১১:১২


ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ ও বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ জুন) রাতেই তাকে ভারতের রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি করা হয়। খবর ইন্ডিয়া.কমের।

প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকদের মতে বিজেপির প্রবীণ এই নেতা স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রয়েছেন। যদিও হাসপাতালটি তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।


জানা গেছে, হাসপাতালের জেরিয়াট্রিক বিভাগের বিশেষজ্ঞদের অধীনে তার চিকিৎসা চলছে। ভারতের প্রবীণ এই নেতা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিজেপির এই নেতাকে চলতি বছরের ৩০ মার্চ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মর্যাদাপূর্ণ ভারতরত্ন দিয়ে সম্মানিত করেন। সেসময় প্রেসিডেন্ট মুর্মু তার বাসভবনে গিয়ে এই সম্মান তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অন্যরাও সেসময় উপস্থিত ছিলেন।


বুধবার গভীর রাতে হঠাৎ তিনি অসুস্থবোধ করায় তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে।

১৯২৭ সালের ৮ নভেম্বর করাচিতে (বর্তমান পাকিস্তান) জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আদভানি। ১৯৪২ সালে তিনি স্বয়ংসেবক হিসাবে আরএসএস-এ যোগদান করেন। একাধিক দফায় বিজেপির সভাপতি ছিলেন প্রবীণ এই নেতা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top