আরও ৫০ ফিলিস্তিনি নিহত ইসরাইলির বর্বরতায়


প্রকাশিত:
২২ আগস্ট ২০২৪ ১১:৩৭

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২০:৩৯

 

অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি হামলায় আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যা নিয়ে গত ৭ অক্টোবর থেকে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০ হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে ঠেকেছে ৯২ হাজার ৯৮১-তে। বুধবার যুদ্ধবিধ্বস্ত উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় বর্বর ইসরাইলি বাহিনী গত ২৪ ঘণ্টায় ‘গণহত্যা’ চালিয়ে চারটি পরিবারের সব সদস্যসহ ৫০ জনকে হত্যা করেছে। এ সময়ে আরও ১২৪ জন আহত হয়েছেন।
অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গত ৭ অক্টোবরের পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
১০ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরাইলি আগ্রাসনে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরাইলি হামলায় ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার মানুষ মারা যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি।
এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


Top