চুক্তি অনুযায়ী ইসরাইলি তিন জিম্মিকে মুক্তি দিলো হামাস
 প্রকাশিত: 
 ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৭
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৮:২৭
                                যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী শনিবার ইসরাইলের তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে ১৮৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।
তাদের মধ্যে শনিবার মুক্তি পাওয়া ইসরাইলি জিম্মিরা হলেন- ৫২ বছর বয়সী এলি শারাবি, ৫৬ বছর বয়সী ওহাদ বেন আমি এবং ৩৪ বছর বয়সী ওর লেভি। এখন পর্যন্ত যেসকল জিম্মিদের মুক্তি দেয়া হয়েছে তাদের মধ্যে এই তিন জনের স্বাস্থ্যর অবনতি হয়েছে বলে তাদের পরিবার জানিয়েছে। ওহাদ বেন আমির শাশুড়ি বলেছেন, তাকে হাড্ডিসার দেখাচ্ছে। বিষয়টা পীড়াদায়ক।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, বন্দিদের ভঙ্গুর অবস্থায় দেখাটা সত্যিই দুঃখজনক এবং আমরা এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। বন্দি বিনিময় প্রক্রিয়ায় হামাসকে আবারও শক্তি প্রদর্শন করতে দেখা যায়। গাজার কেন্দ্রে কয়েক ডজন সশস্ত্র যোদ্ধার উপস্থিতিতে মুক্তি পাওয়া ব্যক্তিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) গাড়িতে তোলা হয় এবং সেখান থেকে তারা ইসরাইলি কর্মকর্তাদের কাছে পৌঁছে যায়।
বন্দি বিনিময়ের অংশ হিসেবে ১৮৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। তাদের মধ্যে অনেকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকার দায়ে দণ্ডিত ছিলেন। এ ছাড়া গাজা যুদ্ধ চলাকালীন আটক ১১১ জনকেও মুক্তি দেওয়া হয়। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় মুক্তি পাওয়া ৪২ বন্দিকে বহনকারী একটি বাস পৌঁছালে স্থানীয় জনতা উল্লাসের সঙ্গে তাদের স্বাগত জানায়। মুক্তিপ্রাপ্ত এসব ফিলিস্তিনিদের শারীরিক অবস্থাও খারাপ ছিল। অনেকেই ইসরাইলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। তাদেরকে ক্রমাগত লাঞ্ছিত করা হয়েছে বলেও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
বিষয়:

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: