সৌদি বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
প্রকাশিত:
২২ মে ২০১৯ ০৭:০৩
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২০:৩৪

সৌদি আরবের বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে হুতি বিদ্রোহীদের বরাত দিয়ে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মঙ্গলবার (২১ মে) নাজরান প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।
আরব নিউজ দাবি করছে, দেশটির নাজরান প্রদেশের দক্ষিণ সীমান্তের বেসামরিক এলাকায় ড্রোন হামলার চেষ্টা করেছে হুতি বিদ্রোহীরা।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট ইয়েমেনের আল মাসিয়ার টেলিভিশনের বরাত দিয়ে জানায়, নাজরানের বিমান বন্দরে কাসেফকে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। রাজধানী রিয়াদ থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নাজরানের অবস্থান।
কর্নেল তুর্কি আল-মালিকি সৌদির প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে এক বিবৃতিতে জানায়, সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তটি বড় ছিল।
আল-মালিকি বলেন, হুথি সমর্থিত ইরানের সন্ত্রাসী সেনাবাহিনী সন্ত্রাসবাদী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। বেসামরিক স্থাপনা টার্গেট করে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা, স্থিতিশীলতা এমনকি বেসামরিক নাগরিক ও সব জাতীয়তাবাদের জন্য হুমকি তৈরি করা হয়েছে। এই বিবৃতিতে হতাহতের খবর বা অন্য কোনো তথ্য দেয়া হয়নি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: