জীবন মৃত্যুর সন্ধিক্ষনে পারভেজ মুশাররফ!


প্রকাশিত:
১ জুন ২০১৯ ০০:৩৮

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২০:৪৪

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে পারভেজ মুশাররফ!

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের মৃত্যুর খবর সর্বত্র ছড়িয়ে পড়ল। যদিও তাঁর দল পাকিস্তান মুসলিম লিগের তরফে এক বিবৃতিতে মুশাররফের মৃত্যুর খবর ভুয়া বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন পারভেজ মুশাররফ। 



গতকাল বৃহস্পতিবার খবর রটে যায়, দুবাইয়ের হাসপাতালে সাবেক এই পাকিস্তানি প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে। তবে তার দল অল পাকিস্তান মুসিলম লিগ জানিয়েছে, দুবাইয়ের হাসপাতালে চিকিত্‍‌সাধীন রয়েছেন মুশারফ। বুধবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।



দেশদ্রোহিতার অভিযোগ ওঠায়, গ্রেফতারি এড়াতে পাকিস্তান ত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রেসিডেন্ট। স্নায়ু দুর্বলকারী ‘অ্যামাইলোডসিস’ নামে এক ধরনের রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালে চিকিৎসার জন্য আরব আমিরাতে পাড়ি জমান। ২০১৬ সাল থেকে তিনি দুবাইয়ে রয়েছেন। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top