পাকিস্তানকে সিদ্ধান্ত পুনঃবিবেচনার অনুরোধ ভারতের
প্রকাশিত:
৯ আগস্ট ২০১৯ ০১:১৬
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০১:৫১

প্রভাত ফেরী ডেস্ক: কাশ্মিরের বিশেষ অধিকার বাতিলের জেরে ভারতীয় হাই কমশিনারকে বহিষ্কার ও নিজেদের হাই কমিশনারকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে সব ধরণের বাণিজ্যও স্থগিতের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এবার পাকিস্তানকে এ সিদ্ধান্ত পুনঃবিবেচনার অনুরোধ করেছে ভারত। খবর-এনডিটিভি
বৃহস্পতিবার ভারত সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়,‘আমরা লক্ষ্য করেছি যে পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। এতে সারাবিশ্বে আমাদের সম্পর্কের ব্যাপারে নেতিবাচক বার্তা যাবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারত সরকার ৩৭০ ধারা বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের সংবিধান একটি সার্বভৌমের বিষয় যা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এর বিপক্ষে হুমকিস্বরুপ পদক্ষে কখনোই সফল হবেনা।’
এতে আরও বলা হয়, ‘পাকিস্তানকে সিদ্ধান্ত পুনঃবিবেচনার জন্য অনুরোধ করা যাচ্ছে যাতে করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অটুট থাকে।’
উল্লেখ্য, বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের সভাপতিত্বে দেশটির জাতীয় সুরক্ষা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে পাকিস্তানে অবস্থানরত ভারতীয় রাষ্ট্রদূত তথা হাই কমিশনারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অন্যদিকে, ভারতে অবস্থানরত পাকিস্তানি হাই কমিশনারকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। এ বৈঠকে ভারতের সঙ্গে সব ধরণের বাণিজ্যও স্থগিত করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: