বিরল ভয়াবহ বজ্রপাতের কবলে ব্রিটেন


প্রকাশিত:
২৭ মে ২০১৮ ১৪:০৮

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২১:২৭

বিরল ভয়াবহ বজ্রপাতের কবলে ব্রিটেন

আকাশজুড়ে আলোর ঝলকানির সঙ্গে বজ্রঝড় আর প্রবল বৃষ্টিতে ভেসে গেছে ব্রিটেনের দক্ষিণাঞ্চল। 



ব্রিটেনের আবহাওয়া অফিসের বরাত দিয়ে বিবিসি'র আবহাওয়া  অনুষ্ঠান জানায়, শনিবার মধ্যরাত থেকে শুরু করে অন্তত ঘণ্টা চারেক ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মুহুর্মুহু বজ্রপাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।



চার ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০ হাজারের মত বজ্রপাতের ঘটনা ঘটেছে।



বিবিসির আবহাওয়া সংবাদের উপস্থাপক টমাস শ্যাফারনাকের শনিবার রাতের বজ্রপাতকে ’মাদার অব অল থান্ডারস্টর্ম’ অর্থাৎ ভয়ঙ্করতম বজ্রপাত বলে আখ্যায়িত করেছেন। ’অবিশ্বাস্য! পাগলামি হচ্ছে।’







লন্ডনের এক বাসিন্দা বলেন, ব্রিটেনে ৪০ বছরের জীবনে বিদ্যুৎ চমকানোর এমন দৃশ্য তিনি দেখেননি। মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছিল। জানালা দিয়ে দেখছিলাম, এত ঘন ঘন বাজ পড়ছিল যে আকাশটা অন্ধকার হতেই পারছিল না।



দমকল বাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃত করে লন্ডনের দৈনিক টেলিগ্রাফ বলছে, বজ্রপাতের ঘটনায় সাহায্য চেয়ে অন্তত ৫০০ টেলিফোন কল পেয়েছেন তারা।







লন্ডনের কাছে স্ট্যানস্টেড বিমানবন্দরে বিমানে জ্বালানি তেল ভরার যন্ত্রপাতি বজ্রপাতের আঘাতে বিকল হয়ে যায়। ওই বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্ন হচ্ছে।



এসেক্স কাউন্টির স্ট্যানওয়ে নামক একটি এলাকায় রবিবার ভোররের দিকে বজ্রপাতে একটি বাড়িতে আগুন ধরে গেলে দমকলবাহিনী গিয়ে আগুন নেভায়। হতাহতের ঘটনা ঘটেনি।



কয়েক ঘণ্টা ধরে বিরল এই বজ্রপাতের পর মুষলধারে বৃষ্টি হয়েছে বহু জায়গায়। ওয়েলস এবং মধ্য ইংল্যান্ডের কিছু এলাকায় এক ঘণ্টার মধ্যে এক ইঞ্চিরও বেশি বেশি বৃষ্টিপাত হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top