তালেবানের সঙ্গে কোন শান্তি আলোচনা নয়: ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩২
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৫:৩২

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের সাথে সব ধরনের শান্তি আলোচনা বাতিল করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাবুলে, মার্কিন সেনাবহরকে লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলার জেরেই এ সিদ্ধান্ত নেন তিনি। খবর বিবিসির।
এর আগে, তালেবানের সঙ্গে চলতে থাকা দীর্ঘ শান্তি আলোচনার অংশ হিসেবে রোববার (৮ সেপ্টেম্বর) ক্যাম্প ডেভিডে তালেবানের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকে বসার কথা ডোনাল্ড ট্রাম্পের।
কিন্তু, তালেবানের হামলায় কাবুলে এক মার্কিন সৈন্যের মৃত্যুর পর প্রেসিডেন্ট ট্রাম্প তাদের সঙ্গে সকল ধরনের শান্তি প্রক্রিয়ার আলোচনা বাতিল ঘোষণা করেন। ট্রাম্প শনিবার রাতে একাধিক টুইটার বার্তায় বলেন, রোববার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে আমার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সে বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।
মার্কিন প্রেসিডেন্ট টুইটারে আরো লিখেন, তিনি তালেবানের সঙ্গে আমেরিকার আলোচনাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এর কারণে হিসেবে তিনি কাবুলে সাম্প্রতিক বোমা হামলায় এক মার্কিন সেনার নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেন, হামলার দায় তালেবান স্বীকার করেছে।
গত সোমবার হামলাটিতে মার্কিন ও ন্যাটো সেনাসহ প্রাণ হারান কমপক্ষে ১২ পথচারী, আহত হন ৪২ জন। একইদিন শান্তিচুক্তি সইয়ের ঘোষণা দেন মার্কিন মধ্যস্থতাকারী যালমাই খলিলজাদ। তিনি বলেন, ২০২০ সাল নাগাদ আফগানিস্তান ছাড়বেন ৫ হাজার ৪শ’ মার্কিন সেনা। বর্তমানে, প্রশিক্ষণ এবং নিরাপত্তা ইস্যুতে দেশটিতে ১৪ হাজার সেনা কর্মরত।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: