মেক্সিকোতে পুলিশবহরে হামলা, ১৪ পুলিশ নিহত
প্রকাশিত:
১৫ অক্টোবর ২০১৯ ২২:৫০
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৫:২৪

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায় ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।আদালতের নির্দেশ পালন করতে মেচিকোন রাজ্যে অভিযানে নামে পুলিশ। তখনই প্রভাবশালী মাদককারবারি ও গ্যাং জালিসো নুয়েভা জেনেরিকন কার্তে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় পত্রিকাগুলোতে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়, পুলিশবহরটি শহর অঞ্চল দিয়ে যাচ্ছিল। তখন বেশকিছু ভারী গাড়ি ও পিকআপ ভ্যান পুলিশ অফিসারদের ঘিরে ফেলে। গুলি চালায় ও আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সময় সোমবার মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য মেচিকোন এ গোলাগুলি ঘটনা ঘটে। অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকা।
মেচিকোনের নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, একটি বাড়িতে পুলিশ অভিযানে এলে তাদের উপর অতর্কিত হামলা করে বন্দুকধারীরা। এলোপাতাড়ি গুলিতে ১৪ জন পুলিশ অফিসার মারা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় দোষীদের খুঁজে বের করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হামলাকারীদের ধরতে বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়েছে পুলিশ এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই এলাকায় মাদক পাচারকারী গ্রুপগুলোর মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে।
সূত্র: সিএনএন, গার্ডিয়ান
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: