রাশিয়ায় সোনার খনিতে ধস, নিহত ১৫
প্রকাশিত:
২০ অক্টোবর ২০১৯ ২১:৩৪
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৫:২৪

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়ায় শনিবার একটি সোনার খনিতে বাঁধ ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ডজনখানেক খনি শ্রমিক। নিখোঁজ রয়েছে আরও অনেকে। সকালের ভারী বৃষ্টিতে সাইবেরিয়ার ক্রাসনাইয়ার্স্ক এলাকার সেইবা নদীর বাঁধ ধসে খনি শ্রমিকদের ঘরবাড়ি তলিয়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
রাশিয়ার এমার্জেন্সি মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত খনির বাধ ধসে ১৫ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, শনিবার সকালের দিকে সেইবা নদীর বাধ ভেঙে খনিতে পানি ঢুকে পড়ে। বাধ ভেঙে খনির শ্রমিকদের বসবাসের স্থানে পানি ঢুকে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে ১০ জনের বেশি শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।
আহত খনি শ্রমিকদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে এরইমধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার তৎপরতার পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানোর কাজে সহায়তা দিচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।
রাশিয়ার এমার্জেন্সি মন্ত্রণালয় বলছে, খনিতে উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিয়েছে আড়াইশ’ জনের বেশি কর্মকর্তা। কর্মক্ষেত্রের সুরক্ষা বিধি লংঘনের অভিযোগে এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: