২২ নভেম্বর থেকে টুইটারে সকল রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০১৯ ২২:৫০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:১৭

২২ নভেম্বর থেকে টুইটারে সকল রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ

প্রভাত ফেরী ডেস্ক: বিশ্বব্যাপী সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে যাচ্ছে টুইটার। প্রতিষ্ঠানটি বলছে, রাজনৈতিক ক্ষেত্রে এ ধরনের ইতিবাচক বার্তা কেনা নয়, অর্জন করা উচিত। বিষয়টি ২২ নভেম্বর থেকে কার্যকর এবং ১৫ নভেম্বর এ সংক্রান্ত পূর্ণ বিবরণ প্রকাশ করবে টুইটার।



ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞা আগামী ২২ নভেম্বর থেকে কার্যকর করা হবে এবং এর সম্পূর্ণ বিবরণী পাওয়া যাবে আগামী ১৫ নভেম্বর। ডরসি বলেন, নিষেধাজ্ঞার অন্যতম একটি কারণ হচ্ছে সহজেই যাতে কেউ কোনও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিতে না পারে। এজন্য আমরা আমাদের সিস্টেমগুলোকে নতুন করে আপডেট করছি।



জ্যাক ডোর্সে তার টুইটার বার্তায় জানান, যদিও ইন্টারনেটভিত্তিক প্রচারনা সারাবিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী হয়ে উঠেছে তারপরও রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে এই শক্তি সবসময় সুফল বয়ে আনছে না।



এর আগে, সাইবার দুনিয়ায় টুইটারের প্রতিদ্বদন্দ্বি ফেসবুক তাদের প্লাটফর্মে সকল ধরনের রাজনৈতিক প্রচারণা নিষিদ্ধ করেছিল।



এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্পষ্ট দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ নির্বাচনের ক্যাম্পেইন ম্যনেজার ব্রাড প্রাস্কেল বলেছেন, এই নিষেধাজ্ঞা আর কিছুই নয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে দমানোর আরেকটি কৌশল।



অপরদিকে জো বাইডেনের নির্বাচনী শিবির থেকে বলা হয়েছে, বিজ্ঞাপন আর টাকা ছড়ানোর মাধ্যমে ভোটে জেতার যে নীল নকশা করা হয়েছিল, এই সাম্প্রতিক নিষেধাজ্ঞা সেই সম্ভাবনাকে প্রতিরোধ করবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top