নেপালে পাহাড়ি নদীতে বাস পড়ে নিহত ১৭
প্রকাশিত:
৫ নভেম্বর ২০১৯ ০১:৪৯
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:১৭

প্রভাত ফেরী ডেস্ক: নেপালের সিন্ধুপালচক জেলায় দেড়শ’ ফুট নিচের পাহাড়ি নদীতে যাত্রীবাহী বাস পড়ে শিশুসহ অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন প্রায় ৫০ জন। এছাড়া কিছু যাত্রী নিখোঁজ রয়েছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
পালের কর্মকর্তারা রোববার জানিয়েছেন, সেখানে একটি বাস নদীতে পড়ে গেলে সাত শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। রাজধানী কাঠমান্ডুর উত্তরপশ্চিমাঞ্চলীয় সিন্ধুপালচক জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি রাস্তা থেকে ছিটকে গেলে সুনকোশি নদীতে পড়ে যায় এবং ৫০ মিটার গভীরে ডুবে যায়।
জেলার একজন কর্মকর্তা গোমা দেবী চেমজং বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গাড়ির চালকসহ ৪৮ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশের সঙ্গে স্থানীয় লোকজন ও সেনাবাহিনীও উদ্ধার অভিযানে নেমেছেন। এখনও কয়েকজন নিখোঁজ আছেন বলে জানিয়েছে পুলিশ। প্রতি বছর পাহাড়ি এ দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে এবং বহু হতাহতের ঘটনা ঘটে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: