নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলেন জেনিন আনেজ
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০১৯ ২৩:৩৮
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:২৩

প্রভাত ফেরী ডেস্ক: নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন দেশটির বিরোধীদলীয় সিনেটর জেনিন আনেজ। মঙ্গলবার কংগ্রেসে কোরাম সংকটের মধ্যে তিনি এ ঘোষণা দেন। সেনাবাহিনীর চাপে নির্বাচিত প্রেসিডেন্ট ইভো মোরালেসের বামপন্থী দলের আইনপ্রণেতাদের পার্লামেন্ট বয়কটের ফলে পরিস্থিতি জটিল রূপ নিয়েছে।
গত কয়েকমাস ধরে বলিভিয়ার রাজনৈতিক সংকট চরমে উঠেছে। সম্প্রতি বিক্ষোভের মুখে ইভো মোরালেস তার প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। আর এমন পরিস্থিতিতে বলিভিয়া সিনেটের প্রধান জিয়েনাইন আনেজ নিজেকে বলিভিয়ার অর্ন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন।
তবে পার্লামেন্টের ওই অধিবেশন বয়কট করেছেন সাবেক প্রেসিডেন্ট মোরালসের দলের আইনজীবীরা। কিন্তু আনেজের দাবি, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার কাতারে ছিলেন তিনি। একইসঙ্গে তিনি খুব দ্রুত পরবর্তী নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন।
জেনিন আনেজের ঘোষণার পর বলিভিয়ার রাজপথে বিক্ষোভ আরও জোরালো হয়েছে। মোরালেসের সমর্থকরা কংগ্রেস ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও সেনাসদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে।
এদিকে, আনেজের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালস। তিনি অভ্যুত্থান পরিস্থিতি তৈরি করে তাকে ক্ষমতা ত্যাগে বাধ্য করার পেছনে আনেজকে দায়ী করে তাকে ডানপন্থি সিনেটর হিসেবে উল্লেখ করেছেন।
সাবেক এই প্রেসিডেন্ট দেশ থেকে পালিয়ে মেক্সিকোতে আশ্রয় নিয়েছেন। এর আগে মেক্সিকোর তরফ থেকে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রস্তাব দেয়া হলে তিনি তাতে সম্মতি জানান। এক বিবৃতিতে ইভো মোরালস বলেছেন, তার জীবন ঝুঁকির মধ্যে থাকায় তিনি দেশত্যাগ করেছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: