ক্যালিফোর্নিয়ার স্কুলে বন্দুক হামলা, ২ শিক্ষার্থী নিহত
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০১৯ ২১:৪৪
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:২৩

প্রভাত ফেরী ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিতার একটি হাইস্কুলে বন্দুক হামলায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৬ জন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকালে ওই স্কুলে প্রকাশ্য গুলি চালানোর পর সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে পুলিশ। হতাহতদের অধিকাংশই শিক্ষার্থী। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সাগ হাইস্কুলে এই হামলা চালানো হয়। লস অ্যাঞ্জেলস থেকে ৩০ মাইল উত্তরে স্কুলটি অবস্থিত।
স্থানীয় শেরিফ ডিপার্টমেন্ট জানায়, সন্দেহভাজন একজন এশিয়ান। যে কালো পোশাক পরিহিত ছিল। তাকে এখনো ধরা যায়নি।ঘটনাস্থল ও আশেপাশের এলাকা এড়িয়ে চলার জন্য নিরাপত্তারক্ষীরা সবাইকে অনুরোধ করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে ৩০ মাইল দূরে সগাস হাইস্কুলে অজ্ঞাতপরিচয় ওই বন্দুকধারী এই হামলা চালায়। নিরাপত্তাকর্মীরা স্থানীয়দের স্কুলের রুম থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। স্কুলটির মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজার ৩০০।
বিবিসির খবরে বলা হয়েছে, নিরাপত্তাকর্মীরা স্থানীয়দের বিদ্যালয়ের কক্ষ থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। দুর্বল অস্ত্র আইনের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল বিশেষত টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: