মালিতে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ফ্রান্সের ১৩ সেনা


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৯ ০৪:২০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:৩৭

মালিতে হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ফ্রান্সের ১৩ সেনা

প্রভাত ফেরী ডেস্ক: মালিতে জিহাদিদের বিরুদ্ধে অভিযানের সময় হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ জন ফরাসী সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। ‘জিহাদিদের’ বিরুদ্ধে লড়াইয়ের জন্য ফরাসি সেনারা দেশটিতে অবস্থান করছিল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।



ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ২০১৩ সালে ফরাসি বাহিনী এ অঞ্চলের সংঘাতে যুক্ত হওয়ার পর এটিই দেশটির সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা বলে মন্তব্য করেছে ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর।



২০১২ সালে আল কায়েদাপন্থী ইসলামী জঙ্গিরা মালির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে মালিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে ফ্রান্সের সহায়তায় মালির সেনাবাহিনী এই অঞ্চলটি আবার নিজেদের কব্জায় নিয়েছে। তা সত্ত্বেও সেখানে নিরাপত্তাহীনতা অব্যাহত রয়েছে এবং সহিংসতা এই অঞ্চলের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে।



এর আগে চলতি মাসের শুরুতে মালির পূর্ব সীমান্ত অঞ্চলে টহল দেওয়ার সময় রাস্তার পাশে পোঁতা বোমা বিষ্ফোরণে এক ফরাসী সৈন্য নিহত হয়েছিল। মালিতে হস্তক্ষেপ শুরুর পর থেকে সেখানে নিহত ফরাসি সেনার সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে। বর্তমানে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে ইসলামপন্থী বিদ্রোহ মোকাবেলায় সাড়ে ৪ হাজারেরও বেশি ফরাসি সেনা মোতায়েন রয়েছে। তারপরও সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বেড়ে চলেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top