লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলা: নিহত ৩, আহত ২
প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৯ ০৬:১৯
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:১৭

প্রভাত ফেরী ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে শুক্রবারের ছুরি হামলায় অন্তত পাঁচজন হতাহত হয়েছেন। এরমধ্যে তিনজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও অন্যজন নারী। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এ ছুরিকাঘাতের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
হামলাকারী ওসমান খানকে(২৮) ‘সন্ত্রাসী’ বলা হচ্ছে, ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন ব্রিজে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যা ও পরিচয় এখনো জানা যায়নি। ছুরি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেতু দিয়ে সবধরনের চলাচল বন্ধ করে দেয়।
পুলিশ জানায়, সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ওসমানকে ২০১২ সালে কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০১৮ সালের ডিসেম্বরে তিনি প্যারোলে মুক্তি পান। তার গতিবিধি পর্যবেক্ষণের জন্য পায়ে ‘ইলেকট্রিক ট্যাগ’ লাগানো ছিল। এই হামলাকে দেখা হচ্ছে সন্ত্রাসী হামলা হিসেবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেছেন, তিনি ঘটনা সম্পর্কে অবগত। ঘটনার পর পুলিশ ও জরুরি সেবায় কর্মরত ব্যক্তিরা তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ায় তাদের ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালের জুনে ৩ জঙ্গি লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরি মেরে ৮ জনকে হত্যা করে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: