যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৯


প্রকাশিত:
২ ডিসেম্বর ২০১৯ ০৩:০১

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:২৮

ছবি: রয়টার্স

প্রভাত ফেরী ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশু ও পাইলটসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। স্থানীয় সময় শনিবার বিকালে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর এবিসি নিউজের।

মার্কিন মিডিয়ার জানিয়েছে বিমান বিধ্বস্তের ওই এলাকায় শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা ছিল। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, পাইলেটাস পিসি -১২ মডেলে একক ইঞ্জিন টার্বোপ্রপ প্লেনটি চ্যামবারলিন বিমান বন্দর থেকে উড্ডয়নের প্রায় এক মাইল দূরে বিধ্বস্ত হয়ে যায়। বিমানটিতে ১২ জন আরোহী ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ব্রুলি কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রোসো জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top