তিউনিসিয়ায় পর্যটকবাহী বাস খাদে: নিহত ২৪, আহত ১৮
প্রকাশিত:
২ ডিসেম্বর ২০১৯ ২৩:৫৭
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:২৬

প্রভাত ফেরী ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের আমদৌন নগরে রবিবার এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
ওই সময় বাসটি ৪৩ জন পর্যটক নিয়ে রাস্তার পাশে ৮শ’ মিটার গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২৪ জন প্রাণ হারান।
তিউনিসিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রোববার (০১ ডিসেম্বর) দেশটির উত্তরাঞ্চলের আমদৌন নগরে স্থানীয় যাত্রীবাহী একটি পর্যটন বাস দিক পরিবর্তনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২৪ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ এবং প্রধানমন্ত্রী ইউসেফ শাহেদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিউনেসিয়ার পর্যটন মন্ত্রী বলেন, বাসটি তিউনিস থেকে উত্তরের আইন দ্রাহাম শহরের দিকে যাচ্ছিলো। দেশটির স্বাস্থ্য মন্ত্রী জানান, ২৪ জন নিহত হয়েছেন এবং আহত ১৮জন। হতাহতদের বেশিরভাগই ২০ থেকে ৩০ বছর বয়সী।
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে নিয়মিত পর্যটকরা ঘুরতে যান। কিন্তু সেখানকার অবকাঠামো অনুন্নত।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: